ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাড়ি ॥ ফারুক হোসেন

প্রকাশিত: ০৭:১১, ১০ আগস্ট ২০১৯

বাড়ি ॥ ফারুক হোসেন

বাড়ি কখনও হোটেল, রিসোর্ট বাড়ি কখনও কুটির, কুটিবাড়ির কাঠামো কি বাঁশ ও কাঠের খুঁটির। বাড়ি কখনও লজ, জমকালো তার নকসা প্রতি ইঞ্চি ও ফুট, গজ। বাড়ি কখনও বাংলো বাড়ি বাড়ি কখনও ফ্ল্যাট, ফ্ল্যাট বাড়িতে অনেক মানুষ বসবাসের হাট। বাড়ি কখনও প্রাসাদ বাড়ি বাড়ি কখনও মহল, সুরক্ষিত এই বাড়িতে নিরাপত্তা টহল। বাড়ি কখনও বাস্তু আবার অট্টালিকা বাড়ি, এই বাড়িতেই ঘর যেখানে জীবন দিচ্ছি পাড়ি। বাড়িই গৃহ, বাড়িই আবাস, ভবন, সদন, বাটি, আলোয়, নিলয়, নিবাস কত নামের পরিপাটি। যেমনই হোক, যেই নামে হোক বাড়ির পরিসর, সব বাড়ি তো হয় না সবার মনের মতো ঘর।
×