
প্ল্যাটফর্ম জুম
বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম সম্প্রতি ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এবার যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হলো। কোনো ‘কারণ’ ছাড়াই টম্বের সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী ও একজন সাবেক গুগল কর্মী টম্ব ২০২২ সালের জুনে জুমের এই পদে যোগ দিয়েছিলেন। এরপর থেকেই তিনি আয় ও বিক্রয় সংক্রান্ত কাজ পরিচালনা করে আসছিলেন। তিনি সরাসরি জুমের সিইও এরিক ইউয়ানকে জবাবদিহি করেন। -বিবিসি