ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ভাবি, সব ঠিকঠাক হচ্ছে—আর তখনই কিয়েভে একখানা ভবন গুঁড়িয়ে দেন: ট্রাম্প

প্রকাশিত: ১৫:১৬, ১৫ জুলাই ২০২৫

ভাবি, সব ঠিকঠাক হচ্ছে—আর তখনই কিয়েভে একখানা ভবন গুঁড়িয়ে দেন: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসিকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে বলেছেন, তিনি পুতিনে হতাশ হলেও এখনও তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করেননি।

তিনি বলেন, "আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।" ইউক্রেন যুদ্ধ থামাতে চারবার চুক্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি। "ভাবি, সব ঠিকঠাক হচ্ছে—আর তখনই কিয়েভে একখানা ভবন গুঁড়িয়ে দেন," বলেন ট্রাম্প।

যদি ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হয়, তবে রাশিয়ার ওপর কড়া শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।

ন্যাটোকে আগে ‘অচল’ বললেও এখন ট্রাম্প বলেন, “এটা এখন অনেক ভালো কাজ করছে।”
তিনি বলেন, ছোট দেশগুলো যাতে বড়দের বিরুদ্ধে টিকতে পারে, সে জন্যই সম্মিলিত প্রতিরক্ষা দরকার।

যুক্তরাজ্য সম্পর্কে ট্রাম্প বলেন, “ওটা দারুণ জায়গা, আমার ওখানে সম্পত্তি আছে।”
ব্রেক্সিটকে “গোছানো না” বললেও এখন সব কিছু ঠিক হচ্ছে বলে মন্তব্য করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘পছন্দ’ করেন বলেও জানান ট্রাম্প, যদিও তিনি ‘লিবারেল’।

আগামী সেপ্টেম্বরে আবার যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসছেন ট্রাম্প। রাজা চার্লসকে তিনি ‘ভদ্রলোক’ হিসেবে সম্মান জানান।

অভিবাসন নিয়ে ট্রাম্প বলেন, “আমি প্রতিশ্রুতির চেয়েও বেশি করেছি।” মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ কমে গেছে এবং অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সবশেষে নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে বলেন, “আমি আমেরিকাকে বাঁচিয়েছি। এক বছর আগে এটা মৃতপ্রায় ছিল, এখন এটা আবার মহান দেশ।”

আবির

×