ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলো জার্মানি!

প্রকাশিত: ১৭:৩৭, ২৮ মে ২০২৫

এবার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলো জার্মানি!

ছবি: সংগৃহীত

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল ইসরাইলের বিরুদ্ধে অনির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র রফতানি স্থগিতের হুমকি দিয়েছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানান, মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন কোনো অস্ত্রের রফতানি জার্মানি আর করবে না। তিনি গাজায় ইসরাইলি বিমান হামলা ও ত্রাণ অবরোধের ফলে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেন এবং বলেন, "জার্মানি ঐতিহাসিকভাবে ইসরাইলকে সমর্থন করে আসলেও, এই সমর্থনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।"

একই দিনে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেন, হামাসকে পরাস্ত করার অজুহাতে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইল যা করছে, তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এটা কখনোই অভিপ্রেত নয়।"

ইসরাইলের বিরুদ্ধে এই কঠোর অবস্থান জার্মানির ঐতিহাসিক নীতির পরিবর্তনকে নির্দেশ করে। সম্প্রতি পরিচালিত জরিপে দেখা গেছে, ইসরাইলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ৩৬ শতাংশে নেমে এসেছে, যা ২০২১ সালে ছিল ৪৬ শতাংশ। এছাড়া, ৫১ শতাংশ জার্মান নাগরিক ইসরাইলকে অস্ত্র রফতানির বিরোধিতা করেছেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইতোমধ্যে ইসরাইলের নীতির পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জার্মান চ্যান্সেলর মার্জ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে শিগগিরই এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

শিহাব

×