
ছবি: সংগৃহীত
ভারতের হায়দ্রাবাদের চারমিনার এলাকায় একটি ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাত বছর বয়সী শিশু ও কয়েকজন নারী রয়েছেন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ১১টি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দ্রীয় মন্ত্রী কিশান রেড্ডি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছেন এবং দমকল ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রেওয়ান্ত রেড্ডি দ্রুত ত্রাণ ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। উদ্ধারকাজ এখনো চলছে এবং পুরো ঘটনার বিস্তারিত তথ্য রাজ্য সরকার শীঘ্রই জানাবে।
সূত্র: https://www.ndtv.com/india-news/17-killed-in-massive-fire-at-building-near-hyderabads-iconic-charminar-8443331
এএইচএ