ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রৌমারীতে পাহাড়ি ঢলে ভাঙল কাঠের সেতু, বিপাকে ১১ গ্রামের মানুষ

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ মে ২০২৫

রৌমারীতে পাহাড়ি ঢলে ভাঙল কাঠের সেতু, বিপাকে ১১ গ্রামের মানুষ

অবিরাম বৃষ্টি আর পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার লালকুড়া কাঠের সেতুটি  ভেঙে গেছে। এতে ১১টি গ্রামের ২৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় মানুষজন  হাট-বাজার ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে ওই-সব এলাকার মানুষ। তারা ডিঙ্গি নৌকায় ও ভেলা চলাচল করছে। 

স্থানীয়রা জানায়, রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতু তৈরি হয়। ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের মানুষ চলাচল করে। কয়েকদিন থেকে টানা বৃষ্টি আর হঠাৎ করে পাহাড়ি ঢলে শনিবার বিকেলে জিঞ্জিরাম নদীর তীব্র স্রোতে কাঠের সেতুটি ভেঙ্গে যায়। এতে ঐসব গ্রামের মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, করিম মোল্লা, আব্দুস সালাম, জহিরুল ইসলাম জানান, তাদের ‘চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে। তারা দাবী করেন স্থানীয় প্রশাসন যেন দ্রত ব্যবস্থা  নেয়।  

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। যাতায়াতের ব্যাপারে যেন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে।

 

রাজু

×