
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এক বক্তব্যে বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পাকিস্তানি শাসনব্যবস্থার অবকাঠামোর ভেতরে গণতন্ত্র কখনোই সম্ভব ছিল না—এমন বিশ্বাস থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নেমেছিল। আর সেই আন্দোলনের পথ ধরেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা।
তিনি বলেন, “আমরা দেখেছি, একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার প্রতিভাবলে দাবি করে, তারা অত্যন্ত লজ্জাজনকভাবে ও কলঙ্কজনকভাবে বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ—গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা প্রথমে প্রতিষ্ঠা করেছিল বাকশাল, পরে আবার অলিখিত বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে নিঃশেষ করার অপচেষ্টা চালায়।”
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সেটা কখনোই মেনে নেয়নি। আর সেজন্যই ২০২৪ সালের ৫ আগস্ট, সেই স্বৈরাচারী সরকারকে জনগণের ঘৃণার প্রতিক্রিয়ায় দেশ থেকে পালিয়ে যেতে হয়।”
আব্দুল মঈন খান আরও বলেন, “আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—বিএনপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান—বাংলাদেশের গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছেন। আজ আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। গণতন্ত্রকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং তা করতে হবে যত দ্রুত সম্ভব।”
তিনি গণতন্ত্রপ্রেমী সকল নাগরিককে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=xuyMLdAV_5s
এএইচএ