ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পশ্চিমতীরে গুলিবর্ষণে গর্ভবতী নারীসহ দুই ইসরায়েলি আহত

প্রকাশিত: ০৪:১৬, ১৫ মে ২০২৫

পশ্চিমতীরে গুলিবর্ষণে গর্ভবতী নারীসহ দুই ইসরায়েলি আহত

ছবি: সংগৃহীত

পশ্চিমতীরে অবৈধ ইসরায়েলি বসতি ব্রুচিন-এর কাছে এক বন্দুকধারীর গুলিতে একজন গর্ভবতী নারী ও একজন পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমতীর পরিস্থিতি।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সী এক নারী, যিনি গর্ভাবস্থার শেষ পর্যায়ে ছিলেন, গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি ৪০ বছর বয়সী এক পুরুষও গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর অবস্থাও গুরুতর বলে জানানো হয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এই হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার না করলেও, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজজেদিন আল-কাসেম ব্রিগেড এ হামলার প্রশংসা করেছে। মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে একে “বীরোচিত গুলিবর্ষণ অভিযান” বলে উল্লেখ করেন এবং বলেন, এই হামলা আমাদের পশ্চিমতীরের সাহসী জনগণের কাজ, যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, গাজা ও পশ্চিমতীরে ইসরায়েলি সামরিক অভিযান চলমান থাকার মধ্যেই এই হামলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
 

এসএফ 

×