
ছবি: সংগৃহীত
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরায়েলের গাজায় পরিচালিত যুদ্ধ আন্তর্জাতিক বিবেকের উপর “চিরস্থায়ী কলঙ্ক” হয়ে থাকবে। তিনি এক্স (সাবেক টুইটার)–এ জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তার নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে এই মন্তব্য করেন।
স্যান্ডার্স লিখেছেন, এই যুদ্ধ ও এর ধ্বংসযজ্ঞ আমাদের সভ্যতার জন্য একটি স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে। মানবিক মূল্যবোধকে এভাবে পদদলিত করার পরিণতি ইতিহাস ভুলবে না।
২০২৪ সালের এপ্রিলের শুরুতে বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে “অফেন্সিভ অস্ত্র বিক্রি” স্থগিতের জন্য দুটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন সিনেটে। যদিও প্রস্তাব দুটি পাস হয়নি, তবুও এটি ছিল যুদ্ধের বিরুদ্ধে তার সুস্পষ্ট রাজনৈতিক অবস্থানের প্রতিফলন।
স্যান্ডার্স বলেন, এই যুদ্ধ প্রায় পুরোপুরি আমেরিকান অস্ত্র এবং ১৮ বিলিয়ন ডলারের মার্কিন করদাতার অর্থে পরিচালিত হচ্ছে। আমরা ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে নিরন্তর সামরিক সহায়তা দিয়ে যেতে পারি না।
জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের ভাষ্যমতে, গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত, লক্ষাধিক মানুষ গৃহহীন এবং মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতায় বার্নি স্যান্ডার্সসহ কিছু মার্কিন রাজনীতিক ইসরায়েলের যুদ্ধনীতির বিরোধিতা করে আসছেন।
এসএফ