ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি করলো পাকিস্তান

প্রকাশিত: ২০:২৫, ৭ মে ২০২৫

ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি করলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকি ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জম্মু-কাশ্মীর সীমান্তের মন্ডল সেক্টরের শ্রীটপ এলাকায় ওই সেনা চৌকিটিকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালায় পাকিস্তানি বাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়, পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে পোস্টটি ধোঁয়ায় ঢেকে যায় এবং ভারতীয় সেনাদের প্রতিরোধ ব্যর্থ হয়।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। এতে পাকিস্তানে ৭০ জন নিহত হওয়ার দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।

এই হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে সীমান্তের দুই পাশেই ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত স্বীকার করেছে, কেবল তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে।

উত্তেজনার মধ্যে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠকে বসে এবং ভারতীয় হামলার জবাবে উপযুক্ত ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসএফ

×