
ছবি সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত জনপ্রিয় হস্তশিল্প বাজার ‘দিল্লি হাটে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়। দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। বাজারটি মূলত ভারতের গ্রামীণ হাটের আদলে নির্মিত, যেখানে দেশটির বিভিন্ন রাজ্য থেকে আসা হস্তশিল্পীরা দোকান পরিচালনা করে থাকেন। সূত্র: এনডিটিভি
আশিক