
ছবি সংগৃহীত
ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (৩০ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, দাবানলের কারণে কয়েকটি গ্রাম খালি করে দেওয়া হয়েছে এবং রাজধানী জেরুজালেমের সঙ্গে বাণিজ্যিক শহর তেলআবিবকে যুক্ত করা রুট-১ মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মহাসড়কে আগুন ছড়িয়ে পড়ায় সড়কে চলা অনেক গাড়ি থেমে যায় এবং আগুনের ভয়াবহতা দেখে অনেককে গাড়ি ফেলে দৌঁড়ে পালাতে দেখা গেছে। এই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, প্রচণ্ড গরম এবং দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আগুন ইতোমধ্যে নেভে শালোম, বেকো’আ, টা’ওজ এবং নাখশোন গ্রামের দিকে ছড়িয়ে পড়েছে।
এসব গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভে চলমান একটি অনুষ্ঠানে বাধা পড়ে এবং আশপাশের এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আশিক