
ছবি: সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে নিহত শুভম দ্বিবেদীর পিতা সঞ্জয় দ্বিবেদী ছেলের জন্য ‘শহীদ’ মর্যাদার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমি দাবি করছি যে শুভমকে ‘শহীদ’ মর্যাদা দেওয়া হোক।”
তিনি আরও জানান, রাহুল গান্ধী তাকে বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীকে একটি বিশেষ সংসদীয় অধিবেশনের জন্য চিঠি লিখেছেন।
প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে কথা বলে বলেছেন, “তোমার দাবি যথার্থ। আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করব এবং আমার পর্যায় থেকে কথা বলব, যাতে শুভমকে ‘শহীদ’ মর্যাদা দেওয়া হয়।”
সূত্র: https://timesofindia.indiatimes.com/india/jammu-and-kashmir-pahalgam-terror-attack-live-updates-pakistan-terrorists-killed-tourist-pm-modi-amit-shah-nia-omar-abdullah-zipline-operator-indus-water-treaty-simla-agreement/liveblog/120746964.cms
আবীর