
ছবি: সংগৃহীত
ভলোদিমির জেলেনস্কির এক জ্যেষ্ঠ উপদেষ্টা ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেসামরিক বিমান খাতের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখে। মস্কো এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে।
জেলেনস্কির প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল ও আকাশসীমার ওপর আরোপিত নিষেধাজ্ঞা মস্কোর দাবির কেন্দ্রীয় বিষয়।
“রুশ কর্মকর্তারা কূটনৈতিকভাবে বিমান সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যে গুরুত্ব দিচ্ছে, তা-ই প্রমাণ করে এগুলো কতটা কার্যকর,”—দ্য গার্ডিয়ানে এক নিবন্ধে লিখেছেন ইয়ারমাক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখন সময় এসেছে মস্কো ও কিয়েভের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য নির্দিষ্ট প্রস্তাব দেওয়ার। আর যদি অগ্রগতি না হয়, তবে যুক্তরাষ্ট্র নিজেকে গুটিয়ে নেবে।
জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির জন্য প্রথমে রাশিয়াকে নির্বিশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।
মঙ্গলবার রাতে রাশিয়ান ড্রোনের হামলায় খারকিভ শহরে অন্তত ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুই শিশু রয়েছে। দনিপ্রো শহরেও ড্রোন হামলা হয়েছে, যেখানে অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: https://www.independent.co.uk/news/world/europe/ukraine-russia-war-trump-putin-may-ceasefire-live-b2741485.html
আবীর