
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে একে একে সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোন হুথি বিদ্রোহীরাই ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। সোমবার (২৮ এপ্রিল) তিনি জানান, ড্রোনগুলো একাধিক হামলা ও নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৫ কোটি টাকা। সেই হিসেবে সাতটি ড্রোন হারিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫৫৫ কোটি টাকা।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরী ‘ইউএসএস হ্যারি এস ট্রুম্যান’ থেকে একটি যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। যুদ্ধবিমানটি ছিল এফ/এ-১৮ই মডেলের, যার মূল্য ৬৭ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১০ কোটি টাকা।
ঘটনাটি ঘটে লোহিত সাগরে অবস্থানরত রণতরীটির হ্যাঙ্গার বেতে যখন কর্মীরা বিমানটি সরানোর কাজ করছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে বিমানটি ও একটি টো ট্রাক্টর সাগরে পড়ে যায়। দুর্ঘটনায় একজন নাবিক সামান্য আহত হন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তাদের মতে, মানবিক ভুল বা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে।
আশিক