
ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে হুথি-সংযুক্ত গণমাধ্যম সূত্রে জানা গেছে। মধ্য মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ৮০০-রও বেশি হামলা চালিয়েছে, যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২৮ জনে, হুথি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী।
হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি সোমবার সকালে জানায়, সানার উত্তরাঞ্চলের বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন।
হুথি কর্মকর্তারা আরও জানিয়েছেন, রোববার রাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের আমরান ও সা’দা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। এর আগে সানায় আরও একটি হামলায় দুইজন নিহত হন।
পরে আল মাসিরাহ টিভি দাবি করে, সা’দায় একটি আটক কেন্দ্রের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় আরও বহু মানুষ নিহত হয়েছেন।
গত কয়েক মাসে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২৮-এ পৌঁছেছে বলে হুথি ঘোষিত তথ্যসূত্রে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো নির্দিষ্টভাবে এসব হতাহতের বিষয়ে মন্তব্য করেনি, যদিও তারা শত শত হামলার কথা স্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা
মুমু