ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পেহেলগাম হামলা সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের হতাশা ও কাপুরুষতার প্রতিচ্ছবি: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০০, ২৭ এপ্রিল ২০২৫

পেহেলগাম হামলা সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের হতাশা ও কাপুরুষতার প্রতিচ্ছবি: নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার ‘মান কি বাত’ (মনের কথা) রেডিও অনুষ্ঠানে পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরেন এবং নিহতদের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, ২২ এপ্রিলের ওই হামলা প্রমাণ করে, সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীর ধ্বংস করতে চায়।

তিনি বলেন, ‘‘পেহেলগাম সন্ত্রাসী হামলা সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের হতাশা এবং কাপুরুষতার প্রতিফলন। যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ ছিল প্রাণবন্ত, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটন বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল, তখন দেশের এবং জম্মু-কাশ্মীরের শত্রুরা তা সহ্য করতে পারেনি। সন্ত্রাসীরা আবার কাশ্মীরকে ধ্বংস করতে চায়।’’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমি পেহেলগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের আবারও আশ্বস্ত করতে চাই যে, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’’

তিনি জানান, এই হামলা তাঁর হৃদয়ে গভীর বেদনা তৈরি করেছে।

‘‘পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা প্রত্যেক ভারতীয় নাগরিককে গভীরভাবে মর্মাহত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়র রয়েছে গভীর সহানুভূতি,’’ বলেন তিনি।

তিনি আরও বলেন, তিনি বুঝতে পারেন, এই হামলার কারণে প্রত্যেক ভারতীয় নাগরিকের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশের জনগণকে ‘‘আমাদের সংকল্প আরও দৃঢ় করার’’ আহ্বান জানান।

পেহেলগাম সন্ত্রাসী হামলা:
পেহেলগামে জম্মু ও কাশ্মীরের এক উপত্যকার কাছে সন্ত্রাসীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক।

প্রধানমন্ত্রী মোদি প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই বর্বরোচিত হামলার জন্য যারা দায়ী, ভারত তাদের খুঁজে বের করে শাস্তি দেবে।

গত পাঁচ দিনে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ইন্দাস নদী চুক্তি স্থগিত এবং পাকিস্তানি কূটনৈতিক কর্মীদের সংখ্যা হ্রাস করা।

নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে, বিদ্যমান ভিসা বাতিল করে তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছে।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী অন্তত ৯ জন সন্ত্রাসীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বৈশ্বিক নেতা প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মুমু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার