ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

চিঠিবোমা আতঙ্ক

প্রকাশিত: ২২:২২, ২ ডিসেম্বর ২০২২

চিঠিবোমা আতঙ্ক

.

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং মাদ্রিদে মার্কিন দূতাবাসে ‘চিঠি বোমা’ দেওয়ার পর ইউরোপের দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে স্পেনে ছয়টি ‘চিঠি বোমা’ শনাক্তের ঘটনা ঘটল। চিঠি বোমা হলো এমন একটি বোমা যা চিঠি বা পার্সেল আকারে পাঠানো হয় এবং খোলার সময় এটি বিস্ফোরিত হয়। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ডিভাইসগুলো বাড়িতে তৈরি হলেও এর জন্য দক্ষ লোক দরকার। তদন্তকারীরা এখন এগুলোর প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।-সিএনএন

 

 

×