ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত রাম রহিম ॥ উত্তাল পঞ্জাব-হরিয়ানা

প্রকাশিত: ০০:১৭, ২৫ আগস্ট ২০১৭

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত রাম রহিম ॥ উত্তাল পঞ্জাব-হরিয়ানা

অনলাইন ডেস্ক ॥ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন রাম রহিম। আগামী সোমবার ২৮ অগস্ট সাজা ঘোষণা। আদালতের রায় শোনার পরই কান্নায় ভেঙে পড়েন রাম রহিমের বহু সমর্থক। কেউ কেউ এই খবরটা শোনার পর জ্ঞানও হারান। সেনা হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে রাম রহিমকে। রায় ঘোষণা হতেই উত্তাল পঞ্জাব-হরিয়ানা। ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। রায় ঘোষণা হওয়া মাত্রই আদলত চত্বরের দখল নিয়েছে সেনা। পরিস্থিতি মোকাবিলায় বাইরে প্রস্তুত ছিল পুলিশও। কিন্তু অশান্তি রোখা গেল না। লাঠি চালিয়ে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পাঁচকুলার পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে খবর। পঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন অংশে গোলমাল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’টি রেলস্টেশনে আগুন লাগিয়ে দিয়েছেন ক্ষিপ্ত ডেরা অনুগামীরা। দু’টি থানাতেও অগ্নিসংযোগ করা হয়েছে। ডেরা সচ্চা সৌদার সদর দফতর সিরসায় এবং পাঁচকুলায় ডেরা অনুগামীদের হাতে সংবাদমাধ্যমও প্রবল ভাবে আক্রান্ত হয়েছে বলে খবর আসছে। দুই রাজ্যেই সেনা নামানো হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য বাবা রাম রহিমের বিরুদ্ধে ১৯৯৯ সালে দুই নারী শিষ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০০২ সালে সিবিআই ডেরা-প্রধানের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে। আজ সেই মামলঅ দোষী সাব্যস্ত হলেন রাম রহিম। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×