ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে সহিংসতায় গ্রেপ্তার ৩০০

প্রকাশিত: ১২:১৫, ৯ জানুয়ারি ২০২৩

ব্রাজিলে সহিংসতায় গ্রেপ্তার ৩০০

সহিংসতা নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। 

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিমকোর্টে হামলার ঘটনায় অন্তত ৩০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক মার্কো অরেলিও মেলো স্থানীয় সময় রবিবার রাতে ও গ্লোবো সংবাদপত্রকে বলেছিলেন, পুলিশ হামলার সঙ্গে সম্পর্কিত কমপক্ষে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বলসোনারোপন্থীরা প্যালাসিও ডো প্লানাল্টোতে র‌্যাম্প ধরে রাষ্ট্রপতির কার্যালয়, ভবনের করিডোরে ঘোরাফেরা করছে এবং নিকটবর্তী সুপ্রিম কোর্টে ভাঙচুর করছে। 

এই দাঙ্গাকে ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের অনুগামীদের দ্বারা মার্কিন ক্যাপিটালে সহিংসতার সঙ্গে তুলনা করা হয়েছে।

হামলার সময় ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাসিলিয়ায় ছিলেন না। কিন্তু তিনি বিশৃঙ্খলার জন্য বলসোনারোকে দায়ী করে একটি ক্ষুব্ধ বক্তৃতা দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘এই ঘটনায় যে কেউ জড়িত থাকুক না কোনো তাদের শাস্তি দেওয়া হবে’।

যারা হামলায় অংশ নিয়েছিল তাদের ‘ভাণ্ডাল, নব্য-ফ্যাসিস্ট এবং ধর্মান্ধ’ বলে অভিহিত করে লুলা রাজধানীতে একটি ফেডারেল হস্তক্ষেপের নির্দেশ দেন। 

তিনি বলেন, আমরা যা প্রত্যক্ষ করছি তা হল একটি সন্ত্রাসী হামলা। তিনটি ভবনে অভ্যুত্থানকারী সন্ত্রাসীরা আক্রমণ করেছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান।
 

এমএইচ

×