
কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন ।
প্রতিবছরের ন্যায় এবছর ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করে।
বৃহস্পতিবার দিনব্যাপী কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী। এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, ডা. রাবেয়া আক্তারসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।
ক্যাম্পে আসা নারীদের সব ধরণের পরীক্ষায় ৩০শতাংশ ছাড় দেয়া হয়। হেলথ ক্যাম্পের পাশাপাশি নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক বেসরকারি হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। আজকের এই আয়োজন এরই অংশ।
স্বপ্না