ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ০.৬৫ শতাংশ 

প্রকাশিত: ১৮:১৩, ৩ ডিসেম্বর ২০২২

পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ০.৬৫ শতাংশ 

একিদনে ১০ করোনা রোগী শনাক্ত

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। 

 

একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জনে রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনাক্তদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের এবং ৪ জন চট্টগ্রাম বিভাগের। এদিন ১ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×