
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিকদের জন্য এবার গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। গানের শিরোনাম ‘আমরা শ্রমিক’। এটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতপরিচালনা করেছেন আহমেদ সজীব। কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
গানটির বিষয়ে বাবু জানান, ‘ইতোমধ্যেই রোমান্টিক, ফোকসহ বিভিন্ন ধাঁচের গান করা হলেও শ্রমিকদের নিয়ে লেখা ও সুর এটাই আমার প্রথম গান। আশা করি গানটি সকল শ্রেণির শ্রোতাদের কাছেই ভালো লাগবে।’
কাজী শুভ বলেন, ‘আমি নিজেও একজন শ্রমিক। আমরা শিল্পীরা কণ্ঠশ্রমিক। আমাদেরও শ্রম করেই বাঁচতে হয়। আমি মনে করি প্রত্যেক শ্রমিকের সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। শ্রমিকদের প্রতি ভালোবাসা থেকেই এ গানটি করেছি।’
প্রসঙ্গত, ইতোমধ্যে আরিফ হোসেন বাবু ও কাজী শুভর কিছু গান অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। যেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য গানগুলো হলো বরিশাল-বরিশাল, তুমি শুধু তুমি, কন্যারে আমার অন্যতম।
প্যানেল