
জায়েদ খান ও পূজা চেরি
সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে লেখেন জায়েদ খানের কোনো ভক্ত নেই। যদিও অনেক সময় আবার দেখা যায় জায়েদ খান বলেন নারীরা তার বিশাল ভক্ত। তবে এবার কোনো সাধারণ নারী নয়, সয়ং অভিনেত্রী পূজা চেরীই জায়েদ খানের ভক্ত বলে জানা গেছে। তবে সেটি সিনেমা পর্দায়।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘লিপস্টিক’ সিনেমায় পুজাকে জায়েদ খানের ভক্তের চরিত্রে দেখা যাবে। সিনেমার গল্পটি জায়েদ খানকে কেন্দ্র করে।
জায়েদ খান বলেন, ‘আজ থেকে নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় আমি নাম ভূমিকায় অভিনয় করছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।
প্রথমবারের মতো পূজার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রসঙ্গে তিনি আরও বলেন, পূজা আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো একটা বিষয়।
‘লিপস্টিক’ সিনেমায় জায়েদ-পূজার পাশাপাশি আরও অভিনয় করবেন আদর আজাদ ও মিশা সওদাগর।
এসআর