ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্যারিস ফ্যাশন উইকে তিফা

প্রকাশিত: ০০:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩

প্যারিস ফ্যাশন উইকে তিফা

তাওহিদা তাসনিম তিফা

প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তাওহিদা তাসনিম তিফা। এ আয়োজনে অংশগ্রণের জন্য ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বেন এ গ্ল্যামারকন্যা। আগামী ২৯ সেপ্টেম্বর প্যারিসের লা সেলন দেস মিররস ভ্যানুতে এটি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের তিফা ছাড়াও ইউএস, ইউকে, কোরিয়ান ও ভারতসহ বিভিন্ন দেশের জনপ্রিয় মডেলরা অংশগ্রহণ করছেন। প্যারিস থেকে ১ অক্টোবর ইতালি উড়াল দেবেন তিফা। সেখানে একটি ফটোশূটে অংশ নেবেন বলে জানান। প্রসঙ্গত, তিফা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ প্রতিযোগিতায় পঞ্চম স্থান এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০- সেরা দশে ছিলেন। শোবিজের বাইরে এ মডেলকন্যা সমাজসেবার সঙ্গেও যুক্ত আছেন।

×