ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পর্যটকদের জন্য দ্বার খুলছে ভুটান

প্রকাশিত: ১২:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৬:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২২

পর্যটকদের জন্য দ্বার খুলছে ভুটান

ভুটানের অপরূপ দৃশ্য।

করোনার কারণে আড়াই বছর বন্ধ থাকার পর হিমালয়ের কোলে অবস্থিত অপরূপ ভুটান বিদেশি পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করতে চলেছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিদেশি নাগরিকরা ভুটানে যেতে পারবেন বলে সে দেশের ট্যুরিজম কাউন্সিল ঘোষণা করেছে। 

এই উপলক্ষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানী থিম্পুতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লোটে শেরিং ব্র্যান্ড ভুটান নামে নতুন একটি ব্র্যান্ডও লঞ্চ করেছেন। 

বিশ্বের মাত্র দুটো দেশের জন্য ভুটানের ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা আছে—আর সে দুটো দেশ হল বাংলাদেশ ও মালদ্বীপ।  ফলে বাংলাদেশের নাগরিকরা ফুন্টশলিংয়ে ভুটানের সড়ক প্রবেশপথে অথবা পারো বিমানবন্দরে নেমেও ভিসা সংগ্রহ করতে পারেন, কিংবা আগেভাগে অনলাইনেও আবেদন করতে পারেন। আর ভারতীয় নাগরিকদের ভুটানে যেতে ভিসা না-লাগলেও একটি বিশেষ পারমিট নিতে হয়। 

তবে বাংলাদেশ থেকে যারা ভুটানে বেড়াতে যেতে উৎসাহী, তাদের জন্য একটা দুঃসংবাদ হলো- এখন ভুটান তাদের সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) অনেকটা বাড়িয়ে দিয়েছে।

এসআর

×