
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতীয় গায়ক সনু নিগমের বিরুদ্ধে শো চলাকালীন অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। ব্যাঙ্গালুরুর একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এক ছাত্র কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য চিৎকার করলে, সনু রেগে গিয়ে গান থামিয়ে দেন। তিনি বলেন, “এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।”
এদিকে, কলকাতায় একটি কনসার্টে দর্শকদের বিশৃঙ্খলার কারণে সনু মঞ্চ থেকে দর্শকদের ধমক দেন। তিনি বলেন, “এত যখন দাঁড়ানোর শখ, যান না, ভোটে দাঁড়ান!” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এছাড়া, মুম্বাইয়ের চেম্বুরে এক কনসার্টে সেলফি তোলার সময় এক ব্যক্তি সনু নিগমের সঙ্গে ধাক্কাধাক্কি করেন, যার ফলে সনু ও তার বন্ধু আহত হন। এই ঘটনায় সনু থানায় অভিযোগ দায়ের করেন।
সর্বশেষ, রাজস্থানে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় রাজনীতিবিদরা অনুষ্ঠান মাঝপথে ছেড়ে চলে গেলে সনু ক্ষোভ প্রকাশ করেন। তিনি রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, “যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তা হলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।”
এই সব ঘটনার মাধ্যমে সনু নিগম তার অনুরাগীদের প্রতি তার প্রত্যাশা ও শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছেন।
শিহাব