ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

যা চেয়েছি সবই পেয়েছি, যে টাকা আয় করি তা খরচ করার সময় পাই না:পিয়া বিপাশা

প্রকাশিত: ১৩:৫২, ২ মে ২০২৫; আপডেট: ১৩:৫৩, ২ মে ২০২৫

যা চেয়েছি সবই পেয়েছি, যে টাকা আয় করি তা খরচ করার সময় পাই না:পিয়া বিপাশা

এক সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা বর্তমানে আমূল বদলে গেছেন জীবনধারায়। দেশের পর্দা ছেড়ে এখন তিনি আমেরিকান বাস্তবতায় নিজেকে গুছিয়ে নিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন জীবন, অতীত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন তিনি।

“যা চেয়েছি, সবই পেয়েছি” এমন আত্মতৃপ্তির সুরেই বর্তমান জীবন নিয়ে নিজের অবস্থান জানান পিয়া।

একসময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন মডেল এবং অভিনেত্রী পিয়া বিপাশা। তবে হঠাৎই আড়ালে চলে যান তিনি। বেশ কিছু সময় পর যখন ফের সকলের সামনে আসেন, তখন ভক্তদের চক্ষু চড়কগাছ!

অস্ত্রোপচার করিয়ে নতুন রূপে সামনে আসেন পিয়া। তবে আর দেশে নয়, বিদেশের মাটিতে। তখন জানা যায়, পাঁচ বছর আগে হঠাৎ করেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান এই অভিনয়শিল্পী। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পিয়া।

আনুষ্ঠানিকতা না করলেও পরবর্তীতে বিয়ে সারেন তারা। তবে পর্দার আড়ালে থাকলেও পিয়ার অভিনয় নিয়ে এখনো চর্চা করেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আনাগোনা অব্যাহত রয়েছে।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পিয়া জানান, এখন অভিনয় আর তাকে টানে না। বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বাংলাদেশে ভালো লাগতো না। সবাই যেন কেমন।"

মেয়ের জন্য উপার্জন করতেই অভিনয় পেশায় আসেন পিয়া। কম সময়ে সফলও হন তিনি। তবে দেশের কাজে লবিং এর অভিযোগ এনে অভিনেত্রী বলেন, “যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়।”

“ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এভাবে টিকে থাকা যায় না।”

বর্তমান জীবনে কেমন আছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, “আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি।”

“টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার। যা আয় করি তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার হাসবেন্ড বেশ হিসেবী। সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়।”

লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু অভিনয় ছেড়ে হুট করেই আমেরিকায় স্থায়ী হন এ অভিনেত্রী।

 

 

 

সূত্র:https://tinyurl.com/mucb3wfy

আফরোজা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার