ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ফাহমিদা নবীর কথা ও সুরে নতুন গান

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ১৯ মে ২০২৪

ফাহমিদা নবীর কথা ও সুরে  নতুন গান

.

দেশের বরেণ্য নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবীর কারিগরি (ভয়েজ গ্রুমিং স্কুল) এর যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় দেড় যুগ আগে। এই কারিগরি থেকেই নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে ফাহমিদা নবীর গানে অনুপ্রাণিত হয়ে ফাহমিদা নবীরই কথা সুরে কয়েকজন শিল্পী নিজেদের মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। এরা হলেন- শাকিলসেই তুমি’, পিলুযদি তোমার আকাশ আমার আকাশ এক হতো’, শাম্মীবৃষ্টির সাথে রাত্রি ঘুমাক’, ফাহমিদাহতে চাই রোদ’, ফাল্গুনীকেন যে একা লাগে না ভালো’, শাকিলাকথা জমে আছে’, রাবুভালোবাসা তোমাকে সোহেলের কণ্ঠেবিবাগী মন ফাহমিদা নবী জানান, আগামী কোরবানির ঈদের আগেই সবগুলো গানই আনমোল প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। সুরকার, সংগীত পরিচালক বর্ণ চক্রবর্ত্তী তার অকাল প্রয়াণের আগেই সবগুলো গানের মিউজিকের কাজ শেষ করে গেছেন।

ফাহমিদা নবী বলেন, কারিগরি থেকে নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলেই তারা গান গেয়েছেন। আমার দৃষ্টিতে প্রত্যেকেই ভীষণ ভালো গায়। প্রত্যেকেরই কণ্ঠে গানগুলো এক অন্যরকম মুর্ছনার সৃষ্টি করেছে। সবাই এত মন দিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে গেয়েছেন যে আমি প্রত্যেকের গান শুনে মুগ্ধ। ফাহমিদা নবী জানান, সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

×