
.
প্রকাশ পেয়েছে মুন্না খানের গান ‘অন্তর্যামী’। নতুন বছরকে স্বাগত জানাতে রবিবার মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। এতে গীতিকার, সুরকার ও কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। সংগীতায়োজনে ছিলেন আদিব কবির। মিউজিক ভিডিওটির গল্প ও নির্মাণ করেছেন জিসান খান শুভ। গানটিতে মডেল হিসেবে রয়েছেন অভিনেতা মুন্না খান ও নিপা রোজ। ক্যামেরাম্যান হিসেবে অছেন এস কে জনি। মুন্না খান বলেন, ২০২৩ সালের মানুষের মনের যে দুঃখ সেটা ভুলিয়ে একটু ভালো লাগার পরশ বুলিয়ে দেবে। সেই ধারাবাহিকতায় বছরের শেষ আয়োজন এবং ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতেন জিসান খানের ‘অন্তর্যামী’ মিউজিক্যাল ফিল্ম দিয়ে।
আশা করছি, দর্শকের জন্য ভালো কিছুটা হবে। নিপা রোজ বলেন, নতুন বর্ষে শ্রোতাদের জন্য জিসান খানের ‘অন্তর্যামী’। মুন্না খানের সঙ্গে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করেছি, গানটি অসাধারণ। নির্মাতা জিসান খান শুভ যতœ নিয়েই গানটি নির্মাণ করেছেন কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। জিসান খান শুভ বলেন, নতুন বছরকে বর্ণিল করতে আমার নির্মিত ‘অন্তর্যামী’ মিউজিক্যাল ফিল্ম। লেখা নতুন এই গানটি নিয়ে, মুক্তির আগে কোনো কথা বলতে চাই না। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছি। ভালো একটি কাজ হয়েছে।