ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘ইত্যাদি’ ধারণ নেত্রকোনায়

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

‘ইত্যাদি’ ধারণ নেত্রকোনায়

.

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদি এবার ধারণ করা হয়েছে নৈসর্গিক শোভার লীলাভূমি নেত্রকোনায়। মঞ্চ নির্মাণ করা হয়েছে বিজয়পুরে সাদামাটির পাহাড়ের সামনে। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের পর্বটি। যাতে ছিল নেত্রকোনার নন্দিত ব্যক্তিদের নান্দনিক উপস্থিতি। অধিকাংশ সময়ই রাতের আলোকিত মঞ্চেইত্যাদি ধারণ করা হলেও এবার দিনের আলোর পড়ন্ত আভায় শূটিং হয়েছে।

অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৩ সেপ্টেম্বর।ইত্যাদি নির্মাতা হানিফ সংকেত জানান, নেত্রকোনার সন্তান কুদ্দুস বয়াতি ইসলাম উদ্দিন পালাকার দুটি গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও নেত্রকোনাকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদির সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বিজয়পুরেরই স্থানীয় দুই শতাধিক গারো, হাজং এবং বাঙালি নৃত্যশিল্পী। পর্বটি একযোগে বিটিভি বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।ইত্যাদি রচনা, পরিচালনা উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।

×