
তৃণা সাহা ও সোহিনী সরকার।
টলিপাড়ায় অভিনেত্রী তৃণা সাহা ও সোহিনী সরকারের মধ্যে বিবাদের ঘটনা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ‘মাতঙ্গী’ সিরিজের শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রযোজনা সংস্থার তরফে সোহিনীকে যে সুবিধা দেওয়া হয়েছিল, সেই একই সুবিধা দাবি করেন তৃণা। যা না-পাওয়ায় সূত্রপাত সমস্যার। ফলে চার দিন বন্ধ থাকে শুটিং।
টলিপাড়ার সূত্রের খবর, ওই সিরিজের শিল্পীদের হোয়াট্সঅ্যাপ গ্রুপে নাম না করে একটি মেসেজ করেন সোহিনী। সব কিছু মিটিয়ে শুটিং শুরুর আবেদনও করেছিলেন অভিনেত্রী। কিন্তু তৃণার মনে হয় তাকে অপমান করা হয়েছে। পরে অবশ্য তৃণা শুটিং বন্ধ থাকার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু তাতে প্রযোজনা সংস্থার মত ছিল না।
শোনা যাচ্ছে, তৃণার বদলে রোশনী ভট্টাচার্যকে নিয়ে সিরিজের শুটিং নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
এম হাসান