ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শেহজাদ খান বীরের বাবাও আমি মা-ও আমি

প্রকাশিত: ১৯:১৯, ২৬ জুলাই ২০২৩

শেহজাদ খান বীরের বাবাও আমি মা-ও আমি

চিত্রনায়িকা বুবলীর ছেলে বীর

চিত্রনায়িকা শবনম বুবলী পারিবারিক জীবন নিয়ে প্রায় সময়ই বলে থাকেন, ছেলে শেহজাদ খান বীরের বাবাও তিনি, মা-ও তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে একাধিকবার এ কথা বলেছেন ‘বসগিরি’ সিনেমার এই নায়িকা।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন টানাপোড়েনের মাঝেই চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন নায়ক। এর প্রায় দুই সপ্তাহ পর চিত্রনায়িকা অপু বিশ্বাস ছেলে জয়কে নিয়ে একই দেশে পাড়ি জমান। এরপর যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সময় ছেলে জয়ের সঙ্গে শাকিব-অপুর বিভিন্ন ছবি ও ভিডিও ভেসে বেড়াতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

শাকিব-অপুর একসঙ্গে ঘুরে বেড়ানো নিয়ে আলোচনার মাঝে অনেকটা দূরে রয়ে গেল বুবলীর ছেলে বীর! বুধবার (২৭ জুলাই) সেই বীরের ছোটবেলার একটি ভিডিও সোশ্যালে প্রকাশ করলেন মা বুবলী। ভিডিওতে ছোট্ট বীরকে গোসলের সময় বাবল নিয়ে খেলতে দেখা গেছে।

বুবলী ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা, অথচ কীভাবে সময় পেরিয়ে যাচ্ছে। বাপজানের আরও ছোটবেলায়।’

এদিকে অভিনেত্রী বুবলী ছেলের ভিডিওটি যখন প্রকাশ্যে আনলেন, ঠিক এর আগের দিনই ছেলে জয়ের সঙ্গে একটি আদুরে ছবি সোশ্যালে প্রকাশ করেছেন শাকিব।

প্রসঙ্গত, ২০২২ সালে হঠাৎ করেই ফেসবুকে বুবলী ছেলে বীরের একটি ছবি পোস্ট করে জানান, তার এই সন্তানের বাবা শাকিব খান। শাকিবও ছেলে বীরের ছবি পোস্ট করেন সোশ্যালে। এরপর নায়িকা জানান, তাদের ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয়েছে এবং ছেলে বীরের জন্ম হয়েছে ২০২২ সালের ২১ মার্চ।

এস

সম্পর্কিত বিষয়:

×