
তাপসী পান্নু।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা না গেলেও এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন বলিউডে স্পষ্টভাষী হিসাবেই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ২৪ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৭ জুলাই) ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন করেন তাপসী। সেখানে তার অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন করেছন, সেইসব প্রশ্নের জবাব ভিডিও করে পোস্ট করেছেন অভিনেত্রী। এক অনুরাগী প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করবেন?
এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং এখনই বিয়ে করছি না। তবে যখন করব, সবাইকে জানিয়েই করব। তবে নেটিজেনদের ধারণা আলিয়াকে খোঁচা দিয়েই এই মন্তব্য করেছেন তাপসী পান্নু।
তাপসীর এই উত্তর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বর্তমানে ইলিয়ানা ডি’ক্রুজও অন্তঃসত্ত্বা কিন্তু তিনিও এখনও বিয়ে করেননি। নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। এর মাঝে তাপসী পান্নুর এই মন্তব্য থেকেই নেটপাড়ার ধারণা আলিয়া-ইলিয়ানাকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী। তাপসী তার ব্যক্তিগত জীবন সকলের চোখের আড়ালে রাখলেও জানা যায় যে তাপসী সিঙ্গল নন। তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গে তাপসী বলেন বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই তাদের। সন্তান নেয়ার পরিকল্পনা আগেই বিয়েটা সারতে চান তারা।
এমএম