ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বেবিবাম্প নিয়েই ইন্দোনেশিয়ায় শুভশ্রী গাঙ্গুলি

প্রকাশিত: ১৯:০৫, ১৮ জুলাই ২০২৩

বেবিবাম্প নিয়েই ইন্দোনেশিয়ায় শুভশ্রী গাঙ্গুলি

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি

চলতি বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হবেন  টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।  এরই মাঝে স্বামী রাজ ও ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ইন্দোনেশিয়ায় উড়াল দিয়েছেন শুভশ্রী। সেখানে সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে শ্রাবন্তীর দেখা মিলেছে খোলামেলা রূপেই। সেইসঙ্গে ভক্তদের চোখেও পড়েছে নায়িকার বেবিবাম্প। সকলেই তার পরিবারের নতুন সদস্যর আগমনের খবরে শুভকামনা জানিয়েছেন। এর আগে বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’ 

দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন—‘কাজের ব্যাপারে আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব। কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে।’
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×