ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ছেলেকে নিয়ে খুনসুটি পরীমনির

প্রকাশিত: ১৮:৫৭, ১১ জুলাই ২০২৩

ছেলেকে নিয়ে খুনসুটি পরীমনির

চিত্রনায়িকা পরীমনি ও ছেলে রাজ্য

চিত্রনায়িকা পরীমনির নামের সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকলেও মা পরীমণির তুলনা নেই। সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানকে। সোস্যাল মিডিয়াতে প্রায় সময়ই ছেলে রাজ্য ও তার নানা মূহুর্তের ছবি শেয়ার করেন তিনি। যা কিনা পরীমনি ভক্তদের বাড়তি আনন্দ দেয়।  

ছেলে রাজ্যকে নিয়ে সোফায় বসে তার প্রিয় কুকুরের সঙ্গে কথা বলতে দেখা যায়। আবার আরেক ভিডিওতে দেখা যায় বিছানায় শুয়ে আছেন পরিমনি।  তার হাতের উপর বার বার চুমু খাচ্ছে রাজ্য। 

 

কিছু দিন আগে পরীর ছেলে রাজ্য অসুস্থ্য হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবরটি শুনে মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীদের অনেকেই অসুস্থ রাজ্যের সুস্থতা কামনা করেছেন। তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। সেইসঙ্গে রাজ্যের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রসঙ্গগত,২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

এমএস

সম্পর্কিত বিষয়:

×