
মঞ্চে গান গাইছেন জায়েদ খান।
নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান।
স্থানীয় সময় রবিবার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকায় ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষের দিকে উপস্থাপক সাজু খাদেম চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডেকে নেন। এ সময় দর্শকরা ‘ভুয়া...ভুয়া’ বলে চিৎকার শুরু করে।
এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। প্রিয়ামনির সঙ্গে তার নাচার কথা থাকলেও জায়েদ খান মাইক হাতে গান শুরু করেন দেন। এ সময় দর্শকরা বেশ মজার সঙ্গেই তার কন্ঠে গাওয়া গান গ্রহণ করতে থাকেন।
ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরো অংশ নিয়েছেন- মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা ), চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।
এম হাসান