
পরীমণি ও শরিফুল ইসলাম রাজ।
অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজকে নিয়ে আলোচনা যেন থামছেই না। পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে থাকছেন গণমাধ্যমের হেডলাইনে। এমনকি তাদের কাণ্ডে সমালোচনাও বইছে মিডিয়া পারায়।
সম্প্রতি রাজের ফেসবুকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার রেশ কাটতে না কাটতে ঘর ছেড়ে যাওয়া রাজ ফিরেছিলেন পরীমণির কাছে। কিন্তু এই নায়িকা ও সন্তানকে রেখে ফের উধাও হয়ে গেলেন রাজ।
সোমবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী পরীমণি।
পরীমণি বলেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন...। কিন্তু সব কি আর সবসময় এক হয়?’
তিনি বলেন, ‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।’
লাস্যময়ী পরী বলেন, ‘নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন সবাই মিলে।
শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো...। আশা করি এটা এখানেই শেষ হবে।’
সম্প্রতি রাজের ফেসবুকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণিকে দায়ি করেন অভিনেত্রী সুনেরাহ। সেই উত্তরে পরীমণি জানান, রাজ তার সঙ্গে ১০ দিনের বেশি সময় ধরে নাই। তারা আলাদা থাকছেন। রাজ নিজের মতো করে কোথায় কখন যান সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তাদের ডির্ভোস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন পরী।
এম হাসান