ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিয়ের খবরের এক সপ্তাহ পর জানা গেল রোশান বাবা হচ্ছেন

প্রকাশিত: ১৬:১২, ১৩ মে ২০২৩; আপডেট: ১৬:২১, ১৩ মে ২০২৩

বিয়ের খবরের এক সপ্তাহ পর জানা গেল রোশান বাবা হচ্ছেন

রোশান ও স্ত্রী তাহসিনা এশা

২০২০ সালের ১১ জুন বিয়ে করেন চিত্রনায়ক রোশান।  বিয়ের ব্যাপারটি এত দিন গোপন রেখেছিলেন।  
সম্প্রতি দুই পরিবারের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠাকিনতা সাড়েন এই নায়ক।

এদিকে, রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।

বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান। নতুন ছবি ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ের জন্য তার কক্সবাজার যাওয়া। 

 

টিএস

সম্পর্কিত বিষয়:

×