
আ.খ.ম. হাসান, পুনম হাসান জুঁই
আজকাল আমাদের দেশে নিয়মিত শোনা যায়, ফেসবুকে প্রেমের টানে বিদেশ থেকে ছেলে মেয়ে বাংলাদেশে চলে আসছে। প্রতিনিয়ত এ রকম নিউজ টেলিভিশন-পত্রিকাতেও দেখা যায়। এমম একটি বিদেশী প্রেমের গল্প নিয়ে আসছে নাটক ‘ব্রিটিশ জামাই’।
নাটকে দেখা যায় বরিশালের গৌরনদী উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নীলা ইংল্যান্ডের স্যাম নামক একটি ছেলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেম করেছে। এবং স্যাম নীলার প্রেমের টানে বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশে বসেই তাদের বিয়ে দেওয়া হয়। স্যামকে গ্রামে নিয়ে আসার পর গ্রামের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় স্যাম।
কেউ স্যামের জন্য খাবার নিয়ে আসে, কেউ এক নজর দেখতে আসে আবার কেউ টাকা-পয়সা ধার নিতেও চলে আসে। নানান মজার ঘটনায় এগিয়ে চলে নাটক। নাটকের শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন নাট্যকার। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মহসিন আকাশ।
নাটকে অভিনয় করেছেন - আ.খ.ম. হাসান, পুনম হাসান জুঁই, সায়কা আহমেদ, হান্নান শেলী, হানিফ পালওয়ান, নূর এ জান্নাতসহ আরও বেশকিছু অভিনেতা অভিনেত্রী। পরিচালক জানিয়েছেন নাটকটি আমাদের সমাজের মানুষেরই গল্প। এ রকম একটি গল্পে কাজ করে তার ভালো লেগেছে।