ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১১ আগস্ট ২০২২

মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’

শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের একটি দৃশ্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবার পরিজনদের পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ডের অজানা সত্য উদ্ঘাটনে মহাকাল নাট্য সম্প্রদায়ের চল্লিশতম প্রযোজনা মহাপ্রয়াণের শোক আখ্যান শ্রাবণ ট্র্যাজেডিনাটকটির বত্রিশতম মঞ্চায়ন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত এ নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আশিক রহমান লিয়নএর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রাণ হরণ করা যায়, চেতনা নয়শীর্ষক এক আলোচনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেল সাড়ে ৫টায়

নাটকের নির্দেশক জানান, দীর্ঘ নয় মাস গবেষণালব্ধ এ পা-ুলিপিতে জাতির জনককে হত্যার প্রত্যক্ষ পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহণ ও কার্যকারণ উন্মোচিত হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মের জানার অধিকার রয়েছেঅসাম্প্রদায়িকতার মূর্তপ্রতীক মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসা ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে তার সত্যনিষ্ট দুর্বার প্রচেষ্টা রচিত হয়েছে এ পা-ুলিপিতে

নাটকটির অভিনয় শিল্পীরা হলেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মোঃ শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, আজহার ইসলাম, তোফাজ্জল ফয়সাল, নাসিম রানা, সোহেল আহমেদ, রাকিব হাসান, মিজান শান্ত, ইকবাল চৌধুরী, ইজেল ও মীর জাহিদ হাসান

×