ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কানে আলো ছড়ালেন ঐশ্বরিয়া

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ২২ মে ২০২৫

কানে আলো ছড়ালেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন

পরনে মনীশ মালহোত্রার ডিজাইন করা রূপার কাজসহ একটি জমকালো হাতির দাঁতের সাদা রঙের বেনারসি শাড়ি, সিঁথিভর্তি সিঁদুর, গলায় পরা ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবি এবং কাটা হীরের নেকলেস, দুই হাতে রুবি এবং হীরার স্টেটমেন্ট আংটি, কানে হীরার দুল এক মোহনীয় রূপে আবারও কানের লালগালিচায় চিরাচরিত ঢঙে, রূপের আলো ছড়ালেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বয়স তার ৫২ ছুঁইছুঁই, এখনো তার রূপে সম্মোহন জাগে কোটি পুরুষের। ২১ মে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সবার নজর কাড়েন। তবে সবকিছু ছাপিয়ে সবার নজর কেড়েছে ঐশ্বরিয়ার গলায় পরা ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবি এবং কাটা হীরের নেকলেস।

মনীশ মালহোত্রা একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ঐশ্বরিয়ার নেকলেসে ৫০০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি এবং ১৮ ক্যারেট সোনায় কাটা হীরা রয়েছে। ইনস্টাগ্রাম পোস্টে মনীশ ঐশ্বরিয়ার কয়েকটি কান লুক শেয়ার করে লিখেছেন, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের আইকনিক সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় তাঁতকে সম্মান জানিয়ে তিনি বেছে নিয়েছেন হাতির দাঁত, গোলাপী সোনা এবং রূপার কাজ করা বেনারসি শাড়ি। কাদোয়া ব্রোকেড, এটি ভারতীয় তাঁতিদের অতুলনীয় দক্ষতার পরিচয় বহন করে।  বারাণসীর বিখ্যাত তাঁত থেকে এটি তৈরি হয় এবং এটি বেশ সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

×