ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঈদে বুবলির ‘পিনিক’

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪১, ৩০ এপ্রিল ২০২৫

ঈদে বুবলির ‘পিনিক’

রমজান ঈদের পর ফের তারকারা ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন। আগামী ঈদের কাজ নিয়ে অনেক তারকা এর মধ্যে জানান দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আগামী ঈদে আসছে বুবলি অভিনীত ‘পনিকি’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন আদর আজদ। গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। নির্মাতা জাহিদ জুয়েল জানান, ‘পরিকল্পনা অনুযায়ী শূটিং শেষ হলেও সম্পাদনার কাজ শেষ না হওয়ায় রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছিল পিনিক টিম। নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘আমাদের সিনেমায় বেশ কিছু ভিএফএক্সের কাজ আছে। বিশেষ করে পানির নিচের কিছু দৃশ্য। সেগুলো নিখুঁতভাবে করতে চেয়েছি। ঈদের আগে শেষ করতে গেলে অনেক তাড়াহুড়ো করে শেষ করতে হতো। এতে কাজের মান ভালো রাখা সম্ভব হতো না। এ ছাড়া মিউজিক নিয়ে আরও কাজ করতে চেয়েছি। সব মিলিয়ে দর্শকদের যে সিনেমাটি দেখাতে চাই, সেটার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল। তাই রোজার ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।’
নির্মাতা জানালেন, মে মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটি জমা দেবেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। এর আগেই শুরু করবেন আনুষ্ঠানিক প্রচার। মে মাসের প্রথম সপ্তাহে প্রি-টিজার প্রকাশের মাধ্যমে শুরু হবে প্রমোশন। পর্যায়ক্রমে মুক্তি পাবে টিজার, পোস্টার, গান, ট্রেলার। জাহিদ জুয়েল বলেন, ‘সিনেমার প্রচার নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। প্রি-টিজার রিলিজ পেলে সেই আঁচ পাবে দর্শক। প্রি-টিজার রিলিজের সময় আমরা টিজার প্রকাশের সময়সূচি জানিয়ে দেব। এরপর করা হবে ট্রেলার লঞ্চিং। দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
কোরবানির ঈদে আদর আজাদ অভিনীত ‘টগর’ নামের আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। একই নায়কের একাধিক সিনেমা মুক্তিতে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখানে সমস্যার কিছু নেই। গল্প ও নির্মাণ ভালো হলে দর্শক সেই সিনেমা গ্রহণ করে। গত রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে পিনিক। চিত্রনাট্য দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে। আর প্রচারে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য আগে থেকে শিল্পীদের ভিডিও বাইট নেওয়া হবে। আশা করি কোনো সমস্যা হবে না।’
আদর-বুবলী ছাড়া পিনিক সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, কেয়া, বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক অভিনেতা শিমুল খান।

প্যানেল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার