
ছবি: সংগৃহীত
টেলিভিশন অভিনেত্রী চারু আসোপা সম্প্রতি মুম্বাই ছেড়ে রাজস্থানের বিকানেড়ে চলে গেছেন মেয়েকে নিয়ে। নতুন একটি বাড়িও কিনেছেন সেখানেই। আর এতেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং। কেউ বলছে তিনি কেন ট্রেনে নয়, বিমানে ভ্রমণ করলেন, আবার কেউ তার কেনাকাটার ভিডিও ছড়িয়ে ‘গরিব’ বলে কটাক্ষ করছেন। এবার নিজের ব্লগে এই ট্রোলারদের কড়া জবাব দিলেন চারু।
চারু আসোপা তার সাম্প্রতিক ব্লগে বলেন, “আমি তো সবকিছুর আপডেট দিই। কিন্তু লোকে জিজ্ঞেস করছে আমি কেন ট্রেনে নয়, বিমানে গেলাম। সেই ব্র্যান্ডই আমাকে ইনভাইট করেছিল, ওরাই ফ্লাইট বুক করেছিল। আবার কেউ আমার শপিংয়ের ভিডিও বানিয়ে বলছে ‘এই তো গরিব’। আমি তো কখনও বলিনি আমি গরিব। ভগবানের কৃপায় আমি ঠিকঠাক আছি। আমার টিভি থেকে বিরতি নেওয়া ছিল নিজের সিদ্ধান্ত। আমি সহানুভূতি চাইনি।”
তিনি আরও বলেন, “আমি মুম্বাইতেই কাজের বাইরে ছিলাম না। তবে আমি ব্র্যান্ড ডিল, প্রমোশনের মতো বিকল্প কাজ খুঁজছিলাম কারণ ডেইলি সোপে অনেক সময় লাগে, আর আমি আমার মেয়েকে একা রেখে এতটা সময় বাইরে থাকতে পারি না।”
চারু স্পষ্ট করে দেন, “আমি কখনও বলিনি যে আমি মুম্বাইয়ে খরচ চালাতে পারছিলাম না। বরং আমি নিজের সিদ্ধান্তেই বিকানেড়ে বাড়ি কিনেছি, কারণ এটি ভাড়ায় টাকা নষ্ট করার চেয়ে অনেক ভালো আর্থিক সিদ্ধান্ত।”
চারু আসোপা ২০১৯ সালে রাজীব সেনকে বিয়ে করেন। রাজীব বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই। ২০২১ সালে তারা কন্যাসন্তান জিয়ানাকে স্বাগত জানান। এরপর সম্পর্কের টানাপোড়েনের পর ২০২৩ সালের জুন মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
চারুর এই আত্মবিশ্বাসী অবস্থান এবং স্পষ্ট ভাষা সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। নিজের পছন্দ ও সিদ্ধান্তের দায় তিনি নিজেই নিচ্ছেন, এবং তা নিয়েই এগিয়ে যেতে চান নতুন জীবনের পথে।
সূত্র: https://shorturl.at/l8yA
মিরাজ খান