
নাজনীন হাসান খান
সম্প্রতি গাজীপুরের পূবাইলের স্বপ্নের ঠিকানা শূটিং হাউসে টানা চারদিনের শূটিংয়ের মধ্যে দিয়ে আসন্ন ঈদ উপলক্ষে নির্মাতা নাজনীন হাসান খান শেষ করলেন সাত পর্বের ধারাবাহিক টিভি নাটক ‘গণক’। অভিনেতা আ খ ম হাসান এবং অভিনেত্রী মৌসুমী হামিদকে কেন্দ্রীয় চরিত্র রেখে নির্মিত নাটকটি হাস্য প্রহসনের মধ্যে দিয়ে সমাজের অসঙ্গতি চিহ্নিত করে সংশোধনের বার্তা ঘোষিত হয়েছে। ‘গণক’ নির্মাণ প্রসঙ্গে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, পরিবার হচ্ছে সব থেকে বড় পাঠশালা।
পথভ্রষ্ট মানুষকেও যে পরিবার রাজপথে ফিরিয়ে আনতে পারে সে নিয়েই ‘গণক’ নাটকটি। ঈদের আনন্দকে সবার সাথে মিশে আরেকটু বাড়িয়ে নিতে বৃষ্টিকে উপেক্ষা করেই এইটানা শুট। আশা করছি নাটকটি দর্শকশ্রোতাকে হাসাবে এবং ভাবাবে। ‘গণক’ নাটকটির কেন্দ্রীয় চরিত্রে এক স্বামী যে ঘটনা চক্রে এক স্বর্ণকারের চৌর্য্যবৃত্তি গণনা করে বলতে পারায় চোর শনাক্ত হয় এবং সমাজে একজন স্বনামধন্য গণক হিসেবে প্রতিষ্ঠা পায়। দিনে দিনে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং লোকের চাহিদার কারণে তার আয় প্রতিপত্তি বেড়ে চলে। স্ত্রী বোঝে এটা নেহাতই কাকতালীয় ঘটনা। মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা অট্টালিকার অস্তিত্ব মুহূর্তের অপেক্ষামাত্র। সামান্য ঝড় বাতাসে সে অট্টালিকা ভেঙে পড়বেই।