ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদের নাটকে ব্যস্ত অহনা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ২২ মে ২০২৫

ঈদের নাটকে ব্যস্ত অহনা

অহনা রহমান

অহনা রহমান এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী। ঈদে অহনাকে বেশকিছু ভালো গল্পের নাটকে দেখা যাবে বলে তিনি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার পূবাইলে শেষ হলো মহিন খান পরিচালিত ‘মিশন নোয়াখালী’ নাটকের কাজ। এর আগে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কেনা জামাই’ ও ‘বউয়ের বদনাম’ নামক দুটি নাটকের কাজসহ জাকিউল ইসলাম রিপনের নির্দেশনায় ‘বউ শাশুড়ি’ নাটকের কাজ শেষ করেছেন। জাকিউল ইসলাম রিপন ও আদিফ হাসানের আরও দুটি নাটকের কাজ করবেন। 
অহনা রহমান বলেন, গত ঈদেই বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার নিজের ব্যবসার দিকে তখন একটু বেশিই ফোকাস দিয়েছিলাম। যে কারণে গত ঈদের জন্য নাটকে কাজ করা হয়ে উঠেনি। যে কারণে আমার প্রিয় প্রিয় কয়েকজন পরিচালক আমার ওপর অভিমানও করেছিলেন। তাই আগামী ঈদের জন্য বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে আমি অভিনয় করছি। আগামী কয়েকদিনও আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হবে নাটকের কাজ নিয়েই।

সত্যি বলতে কী আমার কাছে ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট আসে। সবসময়ই কাজ করার আগ্রহও থাকে না। মাঝে মাঝে নিজের মতো করে থাকতে ইচ্ছে করে। যেহেতু আমার নিজের ব্যবসা আছে। তাই নিজের ব্যবসার দিকেও মনোযোগ দিতে হয়। তবে আমার সত্যিকারের পরিচয় আমি একজন অভিনেত্রী। এই দেশের দর্শক আমাকে ভালোবাসেন, তারা আমার কাজ দেখে প্রশংসা করেন, আমাকে অনুপ্রেরণা দেন-এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞত।

×