ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

নাটকে সিনেমার স্বাদ

প্রকাশিত: ০০:৫১, ৩০ মার্চ ২০২৩

নাটকে সিনেমার স্বাদ

ফারহান আহমেদ জোভান ও পরশী

এ যেন নাটকে সিনেমার স্বাদ। হ্যাঁ দর্শকরা এভাবেই তাদের ভালোবাসা ব্যক্ত করছেন নাটক ‘ভালোবাসার তিন দিন’ নিয়ে। এই সময়ের আলোচিত নির্মাতা মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় সম্প্রতি নির্মিত নাটক ‘ভালোবাসার তিন দিন’ নিয়ে চারদিকে চলছে  প্রশংসার ঝড়। নাটকটিতে অভিনয় করেছেন দর্শক প্রিয়  অভিনেতা ফারহান আহমেদ জোভান ও পরশী। জনপ্রিয় এই নাটকটি নিয়ে দর্শকদের ইতিবাচক মন্তব্যের যেন শেষ নেই।

প্রায় সবার কাছেই মনে হচ্ছে নাটক না এ যেন সিনেমা দেখছি। পিওর রোমান্টিক এই নাটকটির নির্মাণ শৈলী  থেকে শুরু করে মিউজিক লোকেশন সব কিছুতেই যেন সিনেমার ছোয়া। আর এই সিনেম্যাটিক ছোয়াতে নাটকটি ইতোমধ্যে মাত্র ১১ দিনে ৫০ লাখ ভিউয়ের মাইলফলক অর্জন করেছে। সিনেমার আদলে নাটকটিতে রয়েছে চারটি গান। নাটকটির বিজিএম ও সংগীতায়জনে ছিলেন এই সময়ের দর্শক প্রিয় সংগীত পরিচালক আভরাল সাহির। তার সংগীতায়জনে গান চারটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কনা কোনাল ও পরশী।

×