ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা নিশ্চিতে কাজ করছি: ব্যারিস্টার নজরুল ইসলাম

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ১৮:৪৪, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৬, ২৬ জুলাই ২০২৫

নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা নিশ্চিতে কাজ করছি:  ব্যারিস্টার নজরুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা নিশ্চিতে আমরা কাজ করছি। আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে উন্নত চিন্তা-চেতনা সৃষ্টি করতে হবে, যাতে প্রগতিশীল বাবা-মা তাঁদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ব্যারিস্টার নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। জাতির ভবিষ্যৎ হিসেবে আপনাদের সততা, অধ্যবসায় ও দৃষ্টিভঙ্গিই দেশের পরিবর্তনের মূল চালিকাশক্তি। অধ্যবসায় ও পরিকল্পিত শিক্ষা গ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সম্পাদক সাদিক কায়েম বলেন, “শিক্ষাই হলো সমাজ পরিবর্তনের মূল শক্তি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উচিত, নিজেদের দায়িত্ববোধ নিয়ে দেশের কল্যাণে কাজ করা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুব আলম সিয়াম। তিনি বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির চেষ্টা করছি। পাশাপাশি তাদের প্রেরণা জোগাতে চাই। কৃতি শিক্ষার্থীদের সফলতা আমাদের সবার জন্য গর্বের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা এ সময় ইসলামী গান ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করেন। উপস্থিত সবাই এ সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।

সানজানা

আরো পড়ুন  

×