
শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন তরীতে পড়াশুনা করা ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী।
রবিবার (১০ নভেম্বর) বেলা চারটার দিকে শহীদ মিনারের পাদদেশে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে একটি ব্যাগ, তিনটি খাতা, কলম, পেন্সিল ও ইরেজার।
বিশ্ব বিদ্যালয়ের ৪৮ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল কর্মী শেখ সাদী বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আমরা প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। আমরা বিশ্বাস করি এই শিশুরাই হবে আগামির দেশ গড়ার কারিগর। আমরা শিক্ষার্থীদের শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত হোক। সেই উদ্দেশ্যেই আমাদের এ কর্মসূচি।’
তাজিন