
উপজেলা
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা সানজিদা হক গত পাঁচ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত।
উপজেলা শিক্ষা অফিস বারবার কারণ দর্শানো ও কৈফিয়ত তলবের পর জবাব না পাওয়াই গত ৩ ডিসেম্বর জেলা শিক্ষা অফিস তাকে চাকরি হতে বরখাস্ত করেছে। বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সানজিদা ২০০৬ সালের ২ জুলাই বিদ্যালয়ে যোগদান করেন । ২০১৮ সালের ১ জুলাই থেকে অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে উপজেলা শিক্ষা অফিস ২০২০ সালের ১৩ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে প্রতি উত্তরে তিনি কোন জবাব দেননি । আবারো ২০২২ সালের ২০ জানুয়ারি কৈফিয়ত তলব এবং ১৭ নভেম্বর ২য় দফায় কারণ দর্শালে তারও কোন জবাব দেননি শিক্ষিকা সানজিদা হক ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান খান জানান, আমি ২০১৮ সালের অক্টোবরে মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি। যোগদানের পর শিক্ষিকা সানজিদাকে একদিনের জন্যও বিদ্যালয়ে উপস্থিত পায়নি । শুনেছি আমার পূর্বের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামে কাছে শারীরিক অসুস্থতার কথা বলে ৩ মাসের ছুটির আবেদন জমা দিয়ে চলে গেছেন। এরপর আজ অবধি তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ।
সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, অসদাচরণ ও পলায়নের অপরাধে চলতি মাসের ৩ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান শিক্ষিকা সানজিদা হককে দোষী সাব্যস্ত করে চাকরি হতে বরখাস্তের আদেশ প্রদান করেন ।
এসআর